Flow Statement Overview (Fund Flow) – Report

ফ্লো স্টেটমেন্ট (ফান্ড ফ্লো বা তহবিল প্রবাহ)

এখান থেকে একটি নির্দিষ্ট বছরের সকল মাসের কোন ফান্ডে কত টাকা এসেছে, কোন ফান্ড থেকে কত টাকা গেছে এবং টাকার এই আসা-যাওয়ার ফলে কত টাকা উদ্বৃত্ত থেকেছে, তার একটি বিস্তারিত তালিকা দেখা যাবে।

Step 1:

Account Management > Reports> Core Reports > Cash Flow Statement(Tab-Fund Flow)” অপশনে যেতে হবে।

Step 2:

# “Fund Flow” ট্যাবে, “Year” ফিল্ড থেকে যে বছরের ফান্ড ফ্লো বা তহবিল প্রবাহ দেখতে চান সেটি নির্ধারণ করতে হবে।

# “Search” (সার্চ) বাটনে ক্লিক করতে হবে।

Step 3:

# নিচে নির্ধারিত বছরের সকল মাসের ফান্ড ফ্লো বা তহবিল প্রবাহের একটি তালিকায় দেখা যাবে।

# প্রয়োজনে নিচের “Download” অপশন থেকে তালিকাটি ডাউনলোড করা যাবে।

Accounts Book Overview (Cash Book)

একাউন্ট বুক ওভারভিউ (ক্যাশ বুক)

এখান থেকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রত্যেক একাউন্ট লেজার অনুসারে লেনদেনের হিসাবের তথ্যসমূহ দেখা যাবে এবং রিপোর্ট ফাইল আকারে ডাউনলোড করা যাবে।

Step 1:

Accounts Management>Reports>Core Reports>Book of Accounts(Tab – Cash Book)” অপশনে যেতে হবে।

Step 2:

# “Cash Book” ট্যাবে, “From” ফিল্ড থেকে যে তারিখ থেকে অ্যাকাউন্টের হিসাব দেখতে চান সেটি নির্ধারণ করতে হবে।

# “To” ফিল্ড থেকে যে তারিখ পর্যন্ত অ্যাকাউন্টের হিসাব দেখতে চান সেটি নির্ধারণ করতে হবে।

# “Type” ফিল্ড থেকে যে যে অ্যাকাউন্ট লেজারের হিসাব দেখতে চান সেটি নির্ধারণ করতে হবে।

# তারপর “Search” (সার্চ) বাটনে ক্লিক করতে হবে।

Step 3:

# নিচে নির্ধারিত তারিখের মধ্যে সকল অ্যাকাউন্ট লেজারের হিসাবের একটি তালিকায় দেখা যাবে।

# প্রয়োজনে নিচের “Download” অপশন থেকে তালিকাটি ডাউনলোড করা যাবে।

Step 4:

# আবার কোনো একটি লেনদেনের বিস্তারিত দেখতে চাইলে ওই অ্যাকাউন্ট লেজারের নামের উপর ক্লিক করতে হবে।

# একটি তালিকায় ওই লেজারের সকল লেনদেনের ভাউচার গুলো দেখা যাবে এবং একটি নির্দিষ্ট ভাউচারের হিসাব দেখতে ভাউচার আইডি -এর উপর ক্লিক করতে হবে।

# প্রয়োজনে “Download PDF”  বাটন অপশনে ক্লিক করে প্রাপ্ত তালিকাগুলো ডাউনলোড করা যাবে।

Accounts Book Overview (Account Statement)

একাউন্ট বুক ওভারভিউ (একাউন্ট স্টেটমেন্ট)

এখান থেকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রত্যেক একাউন্ট লেনদেনের হিসাবের তথ্যসমূহ ও ব্যালেন্সের রিপোর্ট বা স্টেটমেন্ট দেখা যাবে।

Step 1:

General Accounts > Reports> Accounts Overview > Accounts Book (Tab – Accounts Statement)” অপশনে যেতে হবে।

Step 2:

# “Accounts Statement” ট্যাবে, “From” ফিল্ড থেকে যে তারিখ থেকে অ্যাকাউন্টের হিসাব দেখতে চান সেটি নির্ধারণ করতে হবে।

# “To” ফিল্ড থেকে যে তারিখ পর্যন্ত অ্যাকাউন্টের হিসাব দেখতে চান সেটি নির্ধারণ করতে হবে।

# “Type” ফিল্ড থেকে যে যে অ্যাকাউন্টের স্টেটমেন্ট গুলো দেখতে চান সেটি নির্ধারণ করতে হবে।

# তারপর “Search” (সার্চ) বাটনে ক্লিক করতে হবে।

Step 3:

# নিচে নির্ধারিত তারিখের মধ্যে অ্যাকাউন্ট স্টেটমেন্টের একটি তালিকায় দেখা যাবে।

# প্রয়োজনে নিচের “Download” অপশন থেকে তালিকাটি ডাউনলোড করা যাবে।

Accounts Book Overview (Ledger Book) – Report

একাউন্ট বুক ওভারভিউ (লেজার বুক)

এখাান থেকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট লেজার অনুযায়ী লেনদেনের হিসাবের তালিকাটি দেখা যাবে এবং রিপোর্ট ফাইলটি ডাউনলোড করা যাবে।

Step 1:

Accounts Management > Reports> Core Reports > Book of Accounts (Tab – ledger Book)” অপশনে যেতে হবে।

Step 2:

# “Ledger Book” ট্যাবে, “From” ফিল্ড থেকে যে তারিখ থেকে লেজারের হিসাব দেখতে চান সেটি নির্ধারণ করতে হবে।

# “To” ফিল্ড থেকে যে তারিখ পর্যন্ত লেজারের হিসাব দেখতে চান সেটি নির্ধারণ করতে হবে।

# “Ledger” ফিল্ড থেকে যে লেজারের হিসাব দেখতে চান সেটি নির্ধারণ করতে হবে।

# তারপর “Search” (সার্চ) বাটনে ক্লিক করতে হবে।

Step 3:

# নিচে নির্ধারিত তারিখের মধ্যে নির্ধারিত লেজারের হিসাবের তালিকাটি দেখা যাবে।

# প্রয়োজনে নিচের “Download” অপশন থেকে তালিকাটি ডাউনলোড করা যাবে।

Chart of Accounts – Report

একাউন্টসের তালিকা

এখান থেকে গ্রুপ ক্যাটাগরী ও লেজারের শ্রেণীবিন্যাস দেখা যাবে অথবা কোন হিসাব কোন গ্রুপ বা ক্যাটাগরির অধীনে আছে, তা দেখা যাবে।

Step 1:

Accounts Management> Reports> Core Reports > Chart of Accounts” অপশনে যেতে হবে।

Step 2:

# মেনুতে ক্লিক করলে গ্রুপ বা ক্যাটাগরি অনুযায়ী একটি তালিকা দেখা যাবে।

একটি উদাহরণের সাহায্যে বিষয়টি দেখানো যেতে পারে। মনে করি, Income -এর অধীনে কী কী ধরনের আয় আছে, তা যদি দেখতে চাই, সেক্ষেত্রে “Chart of Accounts” মেনুতে ক্লিকের পর “Income” ক্যাটাগরিতে ক্লিক করুন (>) চিহ্নে ক্লিক করতে হবে। ফলে ‘Fees Related Income’ ও ‘Others Income’ নামের দুইটি আয় দেখা যাবে। এভাবে কোনো একটিতে ক্লিক করলে ওই আয়ের মধ্যে আর কি কি আয় আছে  সেগুলো দেখা যাবে।

Voucher Wise Transaction Overview – Report

ভাউচার অনুসারে লেনদেনের ওভারভিউ

নির্দিষ্ট সময়ের মধ্যে কোন টাইপ এর ভাউচার এর মাধ্যমে কতো টাকা লেনদেন হয়েছে তা জানার জন্য এই অপশনটি ব্যবহার করা হয়।

Step 1:

Accounts Management > Reports> Transaction Reports > Voucher Wise” অপশনে যেতে হবে।

Step 2:

# “From” ফিল্ড থেকে যে তারিখ থেকে ভাউচারের হিসাব দেখতে চান সেটি নির্ধারণ করতে হবে।

# “To” ফিল্ড থেকে যে তারিখ পর্যন্ত ভাউচারের হিসাব দেখতে চান সেটি নির্ধারণ করতে হবে।

# “Voucher Type” ফিল্ড থেকে যে ভাউচারের হিসাব দেখতে চান সেটি নির্ধারণ করতে হবে।

# তারপর “Search” (সার্চ) বাটনে ক্লিক করতে হবে।

Step 3:

# নিচে নির্ধারিত তারিখের মধ্যে নির্দিষ্ট ভাউচারটির হিসাবের তালিকাটি দেখা যাবে।

# প্রয়োজনে একটি নির্দিষ্ট তারিখের ভাউচার রিপোর্টটি তালিকার ডাউনলোড আইকন অপশন থেকে ডাউনলোড করা যাবে। আবার নিচের “Download” বাটন অপশন থেকে তালিকাটি রিপোর্ট ফাইল আকারে ডাউনলোড করা যাবে।

Payroll Assign HR List

শিক্ষক ও কর্মীদের বেতন নির্ধারণ তালিকা

এখানে শিক্ষক/কর্মীদের কোন কোন বেতন হেডে কত টাকা দেয়া হবে তা এসাইন করতে হবে।

Step 1:

Payroll Management>>Settings>Payroll Assign” অপশনে যেতে হবে।

Step 2:

# কোন শিক্ষক/কর্মী কত বেতন-ভাতা দেয়া হবে এবং কী বাবদ কত টাকা কর্তন করা হবে, তা এখান থেকে নির্ধারণ করতে হবে।

# যাদের বেতন-ভাতা ও কর্তন নির্ধারণ করতে চান, তাদের নামের বামপাশের চেক বক্সে  করতে হবে।

# এরপর তালিকার বেতন হেডে প্রাপ্ত পরিমাণ সমূহ লিখতে হবে।

# সর্বশেষ “Update” বাটনে ক্লিক করে “Payroll Assign” এর কাজ সম্পন্ন করতে হবে।

User Wise Transaction Overview – Report

ব্যবহারকারী অনুসারে লেনদেনের ওভারভিউ

একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কোন ইউজার বা ব্যবহারকারী কত টাকা লেনদেন করেছে তার সকল তথ্যসমূহ এখান থেকে দেখা যাবে এবং রিপোর্ট ফাইল আকারে ডাউনলোড করা যাবে।

Step 1:

Accounts Management> Reports> Transaction Reports > User Wise” অপশনে যেতে হবে।

Step 2:

# “From” ফিল্ড থেকে যে তারিখ থেকে ব্যবহারকারীর হিসাব দেখতে চান সেটি নির্ধারণ করতে হবে।

# “To” ফিল্ড থেকে যে তারিখ পর্যন্ত ব্যবহারকারীর হিসাব দেখতে চান সেটি নির্ধারণ করতে হবে।

# তারপর “Search” (সার্চ) বাটনে ক্লিক করতে হবে।

Step 3:

# নিচে নির্ধারিত তারিখের মধ্যে ব্যবহারকারীর অনুসারে লেনদেনের হিসাবের তালিকাটি দেখা যাবে।

# প্রয়োজনে নিচের “Download” বাটন অপশন থেকে তালিকাটি রিপোর্ট ফাইল আকারে ডাউনলোড করা যাবে।

Ledger Wise Transaction Overview – Report

লেজার অনুসারে লেনদেনের ওভারভিউ

একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কোন লেজারে কতো টাকা ডেবিট বা ক্রেডিট হয়েছে তা এখান থেকে দেখা যাবে এবং রিপোর্ট ফাইল আকারে ডাউনলোড করা যাবে।

Step 1:

Accounts Management> Reports> Transaction Reports > Ledger Wise” অপশনে যেতে হবে।

Step 2:

# “From” ফিল্ড থেকে যে তারিখ থেকে লেজারের হিসাব দেখতে চান সেটি নির্ধারণ করতে হবে।

# “To” ফিল্ড থেকে যে তারিখ পর্যন্ত লেজারের হিসাব দেখতে চান সেটি নির্ধারণ করতে হবে।

# তারপর “Search” (সার্চ) বাটনে ক্লিক করতে হবে।

Step 3:

# নিচে নির্ধারিত তারিখের মধ্যে লেজার অনুসারে লেনদেনের হিসাবের তালিকাটি দেখা যাবে।

# প্রয়োজনে নিচের “Download” বাটন অপশন থেকে তালিকাটি রিপোর্ট ফাইল আকারে ডাউনলোড করা যাবে।

Account Journal – Report

অ্যাকাউন্ট জার্নাল

কোন একটি নির্দিষ্ট তারিখ থেকে নির্ধারিত একটি তারিখের মধ্যে প্রত্যেক ভাউচার অনুযায়ী কোন লেজারে কতো টাকা ডেবিট বা ক্রেডিট হয়েছে, তা ইউজার বা ব্যবহারকারী অনুসারে এখানে দেখা যাবে এবং রিপোর্ট ফাইল আকারে ডাউনলোড করা যাবে।

Step 1:

Accounts Management > Reports> Transaction Reports> Account Journal” অপশনে যেতে হবে।

Step 2:

# “From” ফিল্ড থেকে যে তারিখ থেকে হিসাব দেখতে চান সেটি নির্ধারণ করতে হবে।

# “To” ফিল্ড থেকে যে তারিখ পর্যন্ত হিসাব দেখতে চান সেটি নির্ধারণ করতে হবে।

# তারপর “Search” (সার্চ) বাটনে ক্লিক করতে হবে।

Step 3:

# নিচে নির্ধারিত তারিখের মধ্যে ভাউচার অনুসারে লেনদেনের হিসাবের তালিকাটি দেখা যাবে।

# প্রয়োজনে নিচের “Download” বাটন থেকে তালিকাটি রিপোর্ট ফাইল আকারে ডাউনলোড করা যাবে।