How to Update HR Daily Attendance at Eduman?
এডুম্যান এপ্লিকেশনে ডিভাইস ডাটার কার্যক্রম করতে প্রথমে ডিভাইস আইডি ম্যাপিং করতে হয়। আইডি ম্যাপিং করতে “Teacher Attendance> Settings> Device ID Mapping” অপশনে যেতে হবে। (বিস্তারিত)
প্রয়োজনে “Teacher Attendance> Update> Device ID Mapping” থেকে আইডি ম্যাপিং পরিবর্তন করা যায়। (বিস্তারিত)
এডুম্যান এপ্লিকেশনে ডিভাইস ডাটার মাধ্যমে হাজিরা নিতে চাইলে ডিভাইস ডাটা আপলোড করতে হয়।
# “Upload” থেকে হাজিরার Text File আপলোডের মাধ্যমে। (বিস্তারিত)
ডিভাইস ডাটা আপলোডের কাজ সম্পন্ন হলে তা ২টি পন্থায় প্রক্রিয়াকরণ ও প্রয়োজনে আপডেট করা যায়।
১। “Process”-এ Text File আপলোডের পর তারিখ নির্ধারণের মাধ্যমে। (বিস্তারিত)
২। “Auto Process” এ স্বয়ংক্রিয় ভাবে প্রক্রিয়াকরণ না হলে তারিখ নির্ধারণের মাধ্যমে। (বিস্তারিত)

এই অপশন থেকে শিক্ষক এবং কর্মীদের ID Mapping/মেশিন আইডি ম্যাপিং করা হয়।
হাজিরা গ্রহণের মেশিনে (অর্থাৎ, Attendance Device-এ) শিক্ষক এবং কর্মীদের আইডি নম্বর কত হবে, তা এখান থেকে নির্ধারণ করতে হবে। অথবা আগেই মেশিনে আইডি নম্বর বসিয়ে থাকলে তা এখানে ইনপুট দিতে হবে। এখানে শিক্ষার্থীর আইডিও মেশিন আইডি হিসেবে সংরক্ষণ করা যায়।
Teacher Attendance> Settings> Device ID Mapping অপশনে যেতে হবে।

# এখানে মেশিনে নিবন্ধন করার সময় যে নম্বর দেওয়া হয়েছে, সে নম্বরটি তালিকার মেশিন নম্বরের “Machine ID” ঘরে বসাতে হবে।
# শিক্ষক/কর্মীদের আইডি নম্বরই মেশিন নম্বর হিসেবে ব্যবহার করলে “Use HR ID” চেক বক্সে ক্লিক করতে হবে।
# যে শিক্ষক-কর্মীদের মেশিন আইডি নম্বর বসানো হয়েছে, তাদের সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার জন্য বাম দিকের চেক বক্সে ক্লিক করতে হবে।
# সবার মেশিন আইডি নম্বর বসানো হয়ে গেলে “Save” বাটনে ক্লিক করতে হবে।”

এই অপশন থেকে শিক্ষক এবং কর্মীদের ID Mapping/মেশিন আইডি ম্যাপিং সংশোধন করা যায় ।
Step 1:
Teacher Attendance> Update> ID Mapping অপশনে যেতে হবে।

Step 2:
# যে কর্মীর মেশিন আইডি নম্বর পরিবর্তন করতে চান তার নাম অথবা “HR ID” দিয়ে খুঁজে বের করতে হবে।
# যে কর্মীর মেশিন আইডি নম্বর পরিবর্তন করতে চান তার সারিতে বাম দিকের চেক বক্সে ক্লিক করতে হবে।
# এবার Machine ID কলামে প্রয়োজনমতো মেশিন আইডি নম্বর বসাতে হবে।
# সবশেষে নিচের Update বাটনে ক্লিক করলে কাজটি সম্পন্ন হয়ে যাবে।

যদি অনেক দিনের ডাটা হয় তাহলে YSS এ আসতে সময়ই লাগে তাই ZKT দিয়ে ডাটা ডাউনলোড করার পর এই অপশন থেকে আপলোড করা যায়।
HR Attendance> Device Data> Upload এই অপশনে যেতে হবে।

# যে তারিখের হাজিরার ফাইল আপলোড করতে হবে, Attendance Date থেকে সেই তারিখ নির্ধারণ করতে হবে।
# হাজিরার টিএক্সটি ফাইল (Attendance TXT File)-এ ক্লিক করে কম্পিউটারে থাকা ফাইলটি খুঁজে নিতে হবে।
# এরপর “Upload” বাটনে ক্লিক করতে হবে।
# নিচে ডাটা গুলো চলে আসবে।
# “Save” বাটনে ক্লিক করতে হবে।

এডুম্যান এপ্লিকেশনে খুব সহজেই ইনপুটকৃত ক্লাস টেস্টের নম্বর মুছে ফেলা যায়।
# “Section Wise” থেকে ইনপুটকৃত নম্বর ডিলিটের মাধ্যমে। (বিস্তারিত)
