বকেয়ার তালিকা বিস্তারিত (শাখাভিত্তিক)
এখান থেকে শাখা অনুসারে প্রত্যেক শিক্ষার্থীদের বকেয়ার তথ্য তালিকা দেখা যাবে এবং রিপোর্ট ফাইলটি ডাউনলোড করা যাবে।
Step-1:
“Fess Management> Reports> Details> Unpaid Info (Tab- Section Wise Unpaid)” অপশনে যেতে হবে।

Step-2:
# “Academic Year” ফিল্ড থেকে শিক্ষাবর্ষ নির্ধারণ করতে হবে।
# অনুসন্ধানের জন্যে “Search” বাটনে ক্লিক করতে হবে।

Step-3:
# নিচে শিক্ষার্থীদের বকেয়া ফি সম্বলিত তথ্যের একটি তালিকা দেখা যাবে। যেখানে, সংগ্রহের বকেয়া (Receipt Due) বলতে বুঝায়, আগে কোনো ফি সংগ্রহের সময় যে বকেয়া রাখা হয়েছিল, সেই বকেয়ার পরিমাণ। আর পে-স্লিপের বকেয়া (Pay-Slip Due) বলতে বুঝায়, যেসব ফি-এর জন্য পে-স্লিপ তৈরি করা হয়েছে।
# প্রয়োজনে এই রিপোর্ট “Download PDF” বাটনে ক্লিক করে পিডিএফ ফাইল আকারে ডাউনলোড করা যাবে।
