হাজিরার ডিভাইস ডাটা
এই অপশন থেকে তারিখ অনুসারে ম্যাপকৃত এবং আনম্যাপকৃত হাজিরার ডাটা দেখা যাবে।
Step 1:

Step 2:
# “Map- Unmap Wise” ট্যাবের , “Date” ফিল্ড অপশন থেকে তারিখ নির্ধারণ করতে হবে।
# “Receive Status” “Date” ফিল্ড অপশন থেকে থেকে ম্যাপ বা আনম্যাপ নির্ধারণ করতে হবে।

# তারপর “Search” বাটন অপশনে ক্লিক করলে, তালিকায় হাজিরার তথ্য দেখা যাবে।