হাজিরার বিস্তারিত তথ্য (শাখাভিত্তিক)
এই অপশন থেকে শাখা অনুযায়ী একটি নিদিষ্ট পিরিয়ডের সিলেক্টেড তারিখের মধ্যে বা From Date থেকে To Date এর মধ্যে ওই শাখার সকল শিক্ষার্থীর হাজিরার বিস্তারিত তথ্য দেখা যাবে।
Step 1:
“Student Attendance > Reports> Attendance Details (Tab- Section Wise)” অপশনে যেতে হবে।

Step 2:
# “Section wise” ট্যাবের “Section”, “Period”, “From Date” ও “To Date” ফিল্ড থেকে যথাক্রমে শাখা, পিরিয়ড, তারিখ হইতে ও তারিখ পর্যন্ত তথ্যসমূহ নির্ধারণ করতে হবে।

# এরপর “Search” বাটনে ক্লিক করতে হবে।
Step 3:
# ডাটা টেবিলে শিক্ষার্থীদের উপস্থিতি, অনুপস্থিতি ও ছুটির তথ্য পাওয়া যাবে।

# “Download” অপশন থেকে হাজিরার এক্সেল বা পিডিএফ ফাইল ডাউনলোড করা যাবে।