HR Basic Info Update [Tab- Photo]

শিক্ষকের বেসিক তথ্য আপডেট (ছবি)

এই অপশন থেকে শিক্ষকদের ছবি আপলোড করা হয়।

Step 1:

Teacher Information>Update Profile/Basic Info অপশনে যেতে হবে।

Step 2:

# Information ট্যাবে শিক্ষক ও কর্মীদের একটি তালিকা আসবে। এই তালিকায় কাঙ্ক্ষিত শিক্ষক বা কর্মীর নাম পাওয়া না গেলে, আইডি নম্বর (HR ID), নাম, মোবাইল নম্বর ইত্যাদি দিয়ে অনুসন্ধান করে নির্দিষ্ট ব্যক্তির তথ্য পাওয়া যাবে।
# “HR List” টেবিল থেকে কাঙ্ক্ষিত শিক্ষক বা কর্মীর লাইনে Choose বাটনে ক্লিক করে কম্পিউটার থেকে ছবি নির্ধারণ করতে হবে।
# আপলোড করার সাথে সাথে ছবিটি প্রোফাইল এর সাথে আপডেট হয়ে যাবে।

HR Status Update

এইচআর এর অবস্থা

HR Status অপশন থেকে কোনো শিক্ষক বা অন্য কোনো কর্মীকে সাময়িকভাবে নিস্ক্রিয় (Disable) করে রাখা যায়। প্রয়োজনে আবার তাকে সক্রিয় (Enable) করা যায়।

Step 1:

Teacher Information>Update Profile>Status অপশনে যেতে হবে।
Disable ও Enable নামে দুটি অপশন পাওয়া যাবে।

Step 2:

# নিষ্ক্রিয় করা (Disable):
নিস্ক্রিয় করতে চাইলে Disable বাটনে ক্লিক করতে হবে। এরপর নিচের তালিকা থেকে নির্দিষ্ট শিক্ষক বা কর্মীর ডান দিকের একশন কলামের Disable বাটনে ক্লিক করলেই ওই শিক্ষক বা কর্মী নিষ্ক্রিয় (Disable) হয়ে যাবে। এর ফলে তাকে কোনো রিপোর্ট বা এডুম্যানের অন্য কোনো পেজে দেখাবে না।

Step 3:

# সক্রিয় করা (Enable):
নিষ্ক্রিয় কোনো কর্মীকে সক্রিয় করতে চাইলে Enable বাটনে ক্লিক করতে হবে। এবার কর্মীর তালিকা থেকে নির্দিষ্ট শিক্ষক বা কর্মীর ডান দিকের অ্যাকশন কলামের Enable চিহ্নে ক্লিক করতে হবে।

How to Get/View HR Details Report at Eduman?

কিভাবে শিক্ষক/কর্মীদের বিস্তারিত তথ্য সমূহের রিপোর্ট এডুম্যানে দেখা যায়?

এডুম্যান এপ্লিকেশনে “Teacher List” এ খুব সহজে শিক্ষক/কর্মীর তালিকাসহ প্রোফাইলের সকল তথ্য দেখা যায়। (বিস্তারিত)

HR List – Report

শিক্ষকের তালিকা

এই অপশন থেকে “Teacher List” দেখা যায় এবং রিপোর্ট আকারে PDF (পিডিএফ) ফাইল ডাউনলোড করা যাবে

Step 1:

Teacher Information>Details>Teacher List” অপশনে যেতে হবে।

Step 2:

# এই অপশনে গেলে শিক্ষক বা এইচআরের একটি তালিকা আসবে। নির্দিষ্ট একজনের তথ্য দেখতে চাইলে “Action” কলামের “View” আইকনে ক্লিক করলে সিলেক্টকৃত এইচআরের বিস্তারিত তথ্য দেখা যাবে।

Step 3:

# PROFILE, ATTENDANCE, ROUTINE, PAYROLL, LOGIN ট্যাব দেখা যাবে। Profile এর তথ্য দেখতে চাইলে PROFILE ট্যাবে ক্লিক করতে হবে। উক্ত কর্মীর হাজিরার তথ্য দেখতে ATTENDANCE ট্যাবে ক্লিক করতে হবে। তার ক্লাসের রুটিন দেখতে ROUTINE ট্যাবে ক্লিক করতে হবে। তার বেতনের সকল তথ্য দেখতে PAYROLL ট্যাবে ক্লিক করতে হবে। এছাড়াও তার লগইনের তথ্য পেতে LOGIN ট্যাবে ক্লিক করতে হবে।

Step 4:

# “Download this profile as pdf ” অপশনে ক্লিকের মাধ্যমে পিডিএফ ফাইল আকারে তথ্যগুলো ডাউনলোড করা যাবে।